রাজনীতি

তরুণদের রাজনৈতিক দলকে স্বাগত জানালেন বাংলাদেশ ন্যাপ নেতা জসিম তালুকদার

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৭:৫০:৫০

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। শুক্রবার (ফেব্রুয়ারি ২৮) বিকেলে আত্মপ্রকাশ করে তরুণদের নতুন এ রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)’।

তরুণদের গঠিত নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিকিৎসক জসিম উদ্দীন মাহমুদ তালুকদার । তিনি বার্তায় নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি ব্যাক্তিগত ভাবে তাদের কে অভিনন্দন ও স্বাগতম জানাই।

আমি বিশ্বাস করি বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সকলের মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি নতুন দলের কাছে, এই নতুন দল মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে। আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যে রকম ভাবে কাজ করছে সেইভাবে কাজ করলেই শুধু হবে না। তাদেরকে নতুন চিন্তা নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে তারা দলকে পরিচালিত করবেন। যে স্বপ্ন যে আশা আকাঙ্খা মানুষ দেখেছিলো জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।

জসিম তালুকদার নতুন দলের প্রতি আরো আহবান জানান, মানুষ সমালোচনা করবে সেই সমালোচনা গুলোকে সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবেন এবং এই ভাবেই আমি মনে করি যে আপনাদের নতুন দলের নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু আপনারা উপস্থাপন করবেন যা এ দেশের মানুষের জন্য, এই বিপ্লবের জন্য এবং এই বিপ্লবে, যারা আহত এবং নিহত হয়েছে তাদের কথা স্মরণ করে আপনারা আপনাদের দলকে পরিচালিত করবেন।

পরিশেষে ন্যাপ নেতা বলেন, আপনাদের শুভ কামনা করছি। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে তা নয়। ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় কাজেই দলের কাজ হল মানুষের কথা চিন্তা করে মানুষ কি চায়? সে কথা চিন্তা করে আপনাদের দল পরিচালিত করবেন। আপনাদের ভালো হোক মঙ্গল হোক।

রাজার ঘরে রাজা হবার দিন শেষ,
সকল নাগরিকের এক বাংলাদেশ।
আমি, তুমি, সবাই পারি এই দেশের হাল ধরতে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content