সারাদেশ

না.গঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান: আ.লীগ নেতাসহ ১৫ জন গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ১:৫৩:২৯

শেয়ার করুন

মো: আলম খন্দকারঃ নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট’অভিযান ৫ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ১০ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৪ মার্চ) দিন গত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামি ৫ জন।এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার আসামি ১০ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৫ জন গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃত হচ্ছে, সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সক্রিয় কর্মী মো,আরিফ হাসান (৩০),রূপগঞ্জে যুবলীগের কর্মী এজাহার নামীয় আসামী মো,অনিক (২২),আড়াই হাজার আওয়ামী লীগের নেতা মো,শফিকুল ইসলাম শফিক (৩৮),সোনারগাঁ আওয়ামী লীগ নেতা আশরাফুল (৪০)।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content