সারাদেশ

বাঁশখালীতে র‍্যাবের জঙ্গি নাটক ১০ বছর পর সকল আসামি খালাস

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৮:৫৯:১৬

শেয়ার করুন

জসিম তালুকদার (চট্টগ্রাম):চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় বিগত ফ্যাসিস্ট সরকার আমলে র‍্যাবের জঙ্গি নাটক সাজিয়ে মামলা দায়ের। ১০ বছর পর ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ সকল আসামিকে খালাস দিয়েছেন চট্টগ্রাম সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল।

শহীদ হামজা ব্রিগেড নামের চট্টগ্রাম ভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জানান দিয়েছিল র‍্যাব ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি। বাঁশখালী উপজেলায় সাধনপুর ইউনিয়নের লট মণি পাহাড় থেকে বিপুল অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার দেখায় র‍্যাব। ঘটনাস্থলে নিয়ে যায় এক ঝাঁক সংবাদ কর্মী ও ইলেকট্রিক মিডিয়া ব্রিফিংয়ে র‍্যাব তখন জানিয়েছিল লট মণি পাহাড়ে জঙ্গি আস্তানা তৈরি, অস্ত্র, বোমা তৈরি করা হয়েছিল আজিজুল হক ও পারভেজ নামের দুজনের নেতৃত্বে। আজিজ পলাতক রয়েছেন।

পুলিশের এক সোর্সের মাধ্যমে জানা যায় আজিজ অথচ কারাগারে। কিন্তু সেই আজিজকে খুঁজতে গিয়ে তার পরিবার, পুলিশ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, আদালতে মামলার নথিতে জানা যায় র‍্যাব যখন বলেছিলেন আজিজের নেতৃত্বে সাধনপুর লট মণি পাহাড়ে জঙ্গি আস্তানা, তার দুই মাস আগে ৭ জানুয়ারি হালিশহর থানার ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন আজিজুল।

২ মার্চ প্রথম আলোতে ‘র‍্যাবের পলাতক জঙ্গি কারাগারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর র‍্যাবের ঘুম ভাঙে। যাকে পলাতক বলেছিল কারাগারে থাকা সেই আজিজকে বাঁশখালীর মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করেন আদালতে র‍্যাব।
এখন প্রশ্ন জাগে দুই মাস আগ থেকে কারাগারে থাকা ব্যক্তি কিভাবে বাঁশখালীতে জঙ্গি আস্তানা তৈরি করে। সেই সময় র‍্যাব নাটক বেশির ভাগই মিডিয়ায় মঞ্চস্থ হয়েছিল। কিন্তু ব্যতিক্রম ছিল প্রথম আলো। সাহস নিয়ে তুলে ধরেছিল প্রকৃত সত্য।

গত সোমবার ১০ মার্চ ২০২৫ দশ বছর পর সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক বাঁশখালীর ঘটনার সেই মামলায় সব আসামিকে খালাস প্রদান করেছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content