সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় সন্ত্রাসী হামলায় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ১২:০৯:১৩

শেয়ার করুন

মো:রিয়াজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার দেবহাটায় সন্ত্রাসী হামলায় বসতঘর, বাড়ির প্রাচীর ও ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। উক্ত সন্ত্রাসী হামলায় বৃদ্ধ মহিলা আহত হলে তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মামলাটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সারাফাত হোসেন (৩২)। যার দেবহাটা থানার মামলা নং-১২। এবিষয়ে দেবহাটা থানা পুলিশ আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী সারাফাত হোসেন ইটভাটায় কাজের জন্য ঢাকায় থাকেন। বাড়িতে তার মা শাহানারা ও স্ত্রী হোসনেয়ারা তার ২টি মেয়েকে নিয়ে বসবাস করে। গত ইং ১৪ মার্চ ভোররাত ৫টার দিকে উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত ধুরবাজ সরদারের ২ ছেলে সাইফুল ইসলাম শোকর ও মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম শোকরের ২ ছেলে খায়রুল ও মাছুম, মৃত মাজেদের ছেলে আজিতসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন চিহ্নিত সন্ত্রাসী দা, লোহার রড, কুড়াল, লাঠিসহ বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ির গেট ভাঙচুর করে। পরে তারা বাড়ির সীমানা প্রাচীর এবং বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাদীর মা ও স্ত্রী তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার মাকে মারপিট করে আহত করে এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি ঘটায়। পরে আহত তার মা শাহানারা বেগমকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দেবহাটা থানার ওসি হযরত আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মামলা নথিভুক্ত করে আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content