সারাদেশ

গুলশান পুলিশ প্লাজার সামনে ধস্তাধস্তি, গুলিতে নিহত ১

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৬:২১:৪৮

0Shares

শেয়ার করুন

রাজধানী ঢাকার গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুমন। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মহাখালী টিভি গেট এলাকার বাসিন্দা তিনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এ গুলির ঘটনা ঘটে। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, যতটুক প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান। তারপরও তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content