সারাদেশ

গোবিন্দপুরে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৩:১৪:৫৭

0Shares

শেয়ার করুন

গোবিন্দপুরে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরে স্বামীর নির্যাতনে মারজাহান আক্তার ঝুমুর (১৮) নামে গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলাকালে মারা যান তিনি।
নিহতের স্বামীর স্বামীর নাম সাইদুর রহমান। তিনি ফেনী সদরের দক্ষিণ গোবিন্দপুর কামু ভূঁইয়া বাড়ির শাহাবুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সোনাগাজীর আলমপুরের আবদুল আলিমের মেয়ে মারজানের সাথে গোবিন্দপুরের সাইদুর রহমানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও তার পরিবারের সাথে নানা কারণে বিরোধ হয় মারজানের।
বিরোধের কারণে গত ৪ মার্চ মারজানকে অমানবিক নির্যাতন করে স্বামী ও তার পরিবারের লোকজন। মূমূর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, মারজানের শরীরের বিভিন্ন স্থানে গরম রডের দাগ ও জখম দেখা গেছে। ১২ দিন চমেকের আইসিওতে ভর্তি থেকে মৃত্যুর কাছে হেরে গেলেন মারজাহান।
নিহতের মা জানান, সাইদুর ও তার পরিবার আমার নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করেছে।ফেনীর জণগণ সকল খুনির ফাঁসি চাই।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, কোন নারীর প্রতিই সহিংসতা কাম্য নয়। বিষয়টি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content