প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৩:২০:৫৭
মোহাম্মদ সুমন চৌধুরী, সম্পাদক,: (২২ মার্চ) ২০২৫ নারায়ণগঞ্জ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে চাঁদের পাহাড় রেস্টুরেন্টে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সুমন চৌধুরী, তিনি অসুস্থ হওয়ার কারণে উপস্থিত হতে পারেননি, তার অনুপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ (এলএলবি) প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।
সভাপতিত্ব করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাম্মৎ পারভিনা আক্তার এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ নাজির খান।
আরো উপস্থিত ছিলেন—ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি মল্লিক, সংগঠনের সাবেক সভাপতি মোঃ বশির আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আলম, সহ-সভাপতি মোঃ চান মিয়া ও শহিদুল ইসলাম শহীদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাসির, কোষাধ্যক্ষ মোহাম্মদ কুতুবুল্লাহ সুমন, বিজলী ক্যাবল লিমিটেড ও মেঘনা কেবল লিমিটেডের নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ রাজিব শিকারি, সহ-সভাপতি মোঃ মানিক ও শিবলু।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম আজাদ সংগঠনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে সমাজসেবামূলক যেকোনো কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে মোছাম্মৎ পারভিনা আক্তার সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং দোয়ার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।