মো:আলম খন্দকার:সোনাগাজী সদর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল আরেফিন। প্রায় ৭ বছর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন। এক সময় সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সোনাগাজীর দক্ষিণাঞ্চলের বিত্তশালী পরিবারের সন্তান তিনি।
এত কিছুর পরও বর্তমানে আর্থিক দূরাবস্থা তাঁর। এক স্ত্রী তাঁকে ছেড়ে গেছে বছর খানেক আগে। চার লাখ টাকা দেনমোহর তার। দেয়ার সামর্থ্য নেই, তাই দুই লাখ টাকা মওকুফ করে, বাকি দুই লাখ দাবি করলেন ছেড়ে যাওয়া স্ত্রী। আদায়ের জন্য আদালতে মামলা করলেন সেই ভদ্র মহিলা। কোনমতে পরিশোধ করতে পারেনি সাবেক এই চেয়ারম্যান।
সাবেক উপজেলা চেয়ারম্যান এক লক্ষ টাকা দিলেন, বছরজুড়ে নিজে যোগাড় করলেন ৮০ হাজার টাকা। আইনজীবির মাধ্যমে সেই ১ লক্ষ ৮০ হাজার টাকা পরিশোধ করলেন। বাকি রইল মাত্র ২০ হাজার টাকা।
আদালতের নির্ধারিত সময়ে সেই ২০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় আদালত তাঁকে ১৩ মাসের কারাদণ্ড দিলেন।
শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রে'প্তা'র করে কারাগারে পাঠিয়েছে। মাত্র বিশ হাজার টাকার জন্য হতভাগা অসুস্থ আরেফিন চেয়ারম্যান এখন কারাগারে।
অপরদিকে, আজ খবরে প্রকাশ একজন ইউপি চেয়ারম্যান শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে ১৪শত কোটি টাকা লেনদেন করেছেন। আর আরেফিন চেয়ারম্যান স্ত্রীর প্রাপ্য বিশ টাকার জন্য কারাভোগ করছেন। এই আরেফিন চেয়ারম্যানের অসংখ্য কর্মী শত-শত কোটি টাকার মালিক বনেছেন।
সোনাগাজী সদর ইউনিয়নে বেশ জনপ্রিয় এই আরেফিনকে ২০২১ সালে ইউপি নির্বাচনে হারানো হয় বিশাল এক দখলদার বাহিনী দিয়ে।
দলের সিদ্ধান্তের বাহিরে ভোট করেছেন এমন অজুহাতে তার দলীয় সদস্য পদটি কেড়ে নেয় তাঁর ৪যুগের প্রিয় দলটি।
সত্যিই বড় হতভাগা রাজনীতিবিদ আরেফিন চেয়ারম্যান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ