জসিম তালুকদার, চট্টগ্রাম:চট্টগ্রামের বাঁশখালীতে নিয়ম বহির্ভূত ভাবে ইটভাটা চালানোর অভিযোগে চৌধুরী ব্রিকস,জামান ব্রিকস,ঝন্টু ব্রিকস তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অবৈধ চৌধুরী ব্রিকস,জামান ব্রিকস,ঝন্টু ব্রিকস ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়ার মাধ্যমে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম সমাপ্ত করেন।
অভিযান কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু,পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম,বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার সহ সেনাবাহিনী,পুলিশ প্রশাসন, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ