প্রতিনিধি ১৭ মার্চ ২০২৫ , ১০:২১:৩৬
জসিম তালুকদার, চট্টগ্রাম :
চট্টগ্রাম বাঁশখালী রোডে চলমান গাড়ি ভাড়া নৈরাজ্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় ছাত্র জনতার মধ্যে চরম ক্ষোভ দেখা দেখা দিয়েছে। ২০২৫ ঈদুল ফিতর সামনে রেখে যানবাহন ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে এমন আশঙ্কা করছে সাধারণ মানুষও। এ পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি ঠেকাতে বাঁশখালী ছাত্র জনতা এখন থেকেই সজাগে রয়েছেন। বাঁশখালীতে ছাত্র জনতা এই ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে সরব হতে যাচ্ছে। একদিকে যানবাহনের মালিকদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির পরিকল্পনা, অন্যদিকে সাধারণ জনগণের দুর্ভোগ, এমন পরিস্থিতিতে তারা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এমন অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি শুধুমাত্র জনসাধারণের জন্য বিপদজনক, বিশেষ করে ঈদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সময়ে। প্রশাসন কে এ নিয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জনসাধারণের। এদিকে, সাধারণ জনগণও ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে। বাঁশখালী রোডে যানবাহন ভাড়ার ঊর্ধ্বগতি সামলাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।
এটা নিয়ে আগামী দিনে আরও বড় আন্দোলন হতে পারে বলে জানিয়েছেন বাঁশখালী ছাত্র জনতা।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বাঁশখালীর বিভিন্ন স্টেশনের এসোসিয়েশনের দায়িত্বশীল ব্যক্তিদের ডেকে আলোচনা করা হবে এবং তাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়কারী চালকদের সতর্ক করা হবে। যদি তারা সতর্ক না হয়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”