সারাদেশ

বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৫:০৯:০৮

0Shares

শেয়ার করুন

জসিম তালুকদার, চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)মোঃ ইমাম হোসেন, এসআই(নিরস্ত্র)মোঃ মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২০/০৩/২০২৫ইং তারিখ মধ্যে রাতে চাম্বল এলাকা হইতে নাশকতার মামলার আসামী মোঃ ছগির মাহমুদ(৩০), পিতা-ছৈয়দ আহম্মদ, মাতা-হালিমা বেগম , ঠিকানা: স্থায়ী: পূর্ব চাম্বল, ০৮নং ওয়ার্ড, চাম্বল ইউপি, থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম ও কালীপুর এলাকা হইতে নাশকতা মামলার আসামি আলী আকবর (৩৫), পিতা-আব্দুল গণি , ঠিকানা: স্থায়ী:উত্তর জলদি ৩নং ওয়ার্ড,থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম এবং ছাপাছড়ি এলাকা হইতে নাশকতা মামলার আসামি ৩। নুরুল মোস্তাকিম শিপন(২৬), পিতা-নুরুল আবছার, মাতা-মৃত মনোয়ারা বেগম, ঠিকানা: স্থায়ী: পশ্চিম চাপাছড়ি,০৮নং ওয়ার্ড, ০৪নং বাহারছড়া ইউপি,থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম এদেরকে গ্রেফতার করেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content