সারাদেশ

জিয়া সাইবার ফোর্স, সেনবাগ, নোয়াখালী শাখার ঈদ শুভেচ্ছা বিনিময়

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৫ , ৬:৪৯:৩৬

0Shares

শেয়ার করুন

━━━━━━━━━━━━━━
*নিউজ ডেস্ক:* ০২.০৪.২০২৫
━━━━━━━━━━━━━━

*জিয়া সাইবার ফোর্স, সেনবাগ, নোয়াখালী* এর *প্রধান উপদেষ্টা* *যুক্তরাজ্যে যুবদলের সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল হক রাজ ভাইয়ের সাথে *ঈদ শুভেচ্ছা* বিনিময় করেছেন *জিয়া সাইবার ফোর্স, সেনবাগ, নোয়াখালী* এর *সাধারণ সম্পাদক* জনাব মোঃ নিজামুদ্দিন মিশু, *সাংগঠনিক সম্পাদক* সাংবাদিক জনাব মোঃ ইলিয়াছ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও, *৯নং নবীপুর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্স* এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সৌজন্য সাক্ষাৎকালে, সকল নেতৃবৃন্দ একে অপরের সাথে *ঈদুল ফিতর* এর আনন্দ ভাগাভাগি করেছেন এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে দলের শক্তি বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

আমরা *জনাব আব্দুল হক রাজ ভাই* এর সাথে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠান সফলভাবে আয়োজিত করার জন্য সকল সদস্য এবং নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ঈদের এই পবিত্র দিন উপলক্ষে, *জিয়া সাইবার ফোর্স, সেনবাগ, নোয়াখালী* সকলকে *ঈদ মোবারক* জানাচ্ছে এবং আশা প্রকাশ করছে যে, একসাথে কাজ করার মাধ্যমে আমরা আরও শক্তিশালী ও সফল হবে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content