প্রতিনিধি ১ এপ্রিল ২০২৫ , ৪:১৯:৪৭
মোঃ রিয়াজুল ইসলাম, স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে অত্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ইমাদুল হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ৯ টায় মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দেবহাটা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মদন মোহন পাল এবং টাউনশ্রীপুর শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম খান, রাসেল আহম্মেদ, সূবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুলের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, নূরে আজম সহ আরো অনেকে। সভায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান, সূবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কুলিয়া ইউনিয়ন গার্লস স্কুলের প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম খানকে প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়। সর্বসম্মতিক্রমে ঈদুল আযহার পর মূল কমিটি গঠন করা হবে আলোচনা করা হয়। সভায় অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক্তন ছাত্র ও গুনিজনেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আজাফুর রহমান ও বইকন্ঠের প্রকাশক ফারহাদ খান চৌধুরী।