সারাদেশ

বাঁশখালীতে স্ত্রী হত্যাকারী ফরিদুল জনতার হাতে আটকের পর পুলিশে সোপর্দ

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ৫:১৫:৪৫

0Shares

শেয়ার করুন

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:

বাঁশখালীতে গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত স্বামী ফরিদুল আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ফরিদুলকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের কালু ফকির বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এসময় তাকে উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে গুরুতর আহত অবস্থায় ফরিদুলকে হেফাজতে নেয়। উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। পরে বাঁশখালী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ফরিদুলকে কড়া নিরাপত্তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ফরিদুল এলাকায় আসার খবর পেয়ে জনগণ তাকে বাড়িতে গিয়ে আটক করে। পরে বাহারছড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সিএনজিতে করে নিয়ে আসার সময় জনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) ভোরে শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে ফরিদুল আলম পালিয়ে যায়। ৪২ বছর বয়সী মিনু স্বামীর সঙ্গে কলহের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content