*নোয়াখালী প্রতিনিধিঃ মোঃ একে আজাদ*
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্য, অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম অগ্রদূত, বিশিষ্ট সুনামধন্য ব্যবসায়ী ও ইনভেস্টর এসোসিয়েশনের প্রথম উদ্যোক্তা নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব *আব্দুল মান্নান সাহেবের* উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। জনাব আব্দুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, *"প্রবাসে আমাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের ব্যবসায়িক স্বার্থ ও সামাজিক অবস্থানকে সুসংহত করতে হবে। এক্ষেত্রে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই সময়ের দাবি।"*
মতবিনিময় সভায় ইনভেস্টর এসোসিয়েশনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জনাব আব্দুল মান্নানের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ