সারাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুদকের অভিযান

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ১১:৩৭:৩৯

শেয়ার করুন

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম

কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়ম, চ‌সিকে দুদকের অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২০ মে) চসিক কার্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ মুহাম্মদ ইমরানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, আমরা অভিযান শুরু করেছি। অভিযুক্তরা এখনো অনুপস্থিত। তারা এলে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখব। দুদক জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য নেওয়া হয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে এনফোর্সমেন্ট।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content