প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৯:২৩:১৪
◻️জসিম তালুকদার,চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ সরকারের নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের আমিরাত সফর উপলক্ষে ইউ.এ .ই জনতা ব্যাংক কর্তৃক দুবাই রেডিসন ব্লু হোটেল হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান হাবিব মনসুর।
জনতা ব্যাংক ইউ. এ. ই. সেইভ এক্সিকিউটিভ জনতা ব্যাংক (পি.এল.সি) মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী নাগরিক ঐক্য পরিষদের ইউ.এ.ই. এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কালাম (শহীদ), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, ইউ.এ. ই. এর বিভিন্ন প্রবাসী কমিউনিটির অসংখ্য নেতাকর্মী।
প্রবাসী নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মোহাম্মদ আহাসান হাবিব মনসুরের কাছে দুইটি দাবি উপস্থাপন করেন, দাবি দু’টি হলো, (১) প্রবাসীরা দেশে ফেরার সময় দু’টির অধিক মোবাইল নিলে মোবাইল ও পরিবারের জন্যে নেয়া সামগ্রী সমূহ এয়ারপোর্টে দায়িত্বে থাকা সিকিউরিটিরা প্রবাসীদের লাগেজ কেটে তা ছিনিয়ে নিয়ে হয়রানি ও প্রবাসীদের তুচ্ছতাচ্ছিল্য করে হেনস্তা করণ বন্ধ করা। (২) জনতা ব্যাংকের এটিএম মেশিনের প্রয়োজনীয়তার দাবি উপস্থাপন করা হয়। প্রবাসীদের দাবি ও অনুরোধের প্রেক্ষিতে জনতা ব্যাংকে আপাতত ১৩টি মেশিন দ্রুত বসানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর। এসময় এয়ারপোর্টে প্রবাসী হয়রানি বন্ধ করতে অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে রিকুয়েস্ট করে অতি দ্রুত এই হয়রানি বন্ধ করার আশ্বাস প্রদান করেন গভর্নর।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উনার দীর্ঘায়ু কামনা করেন এই প্রবাসীরা।