সারাদেশ

চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ছোট ভাই ও তার স্ত্রী আটক

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১১:৫৭:১২

শেয়ার করুন

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম

চট্টগ্রামে ছোট ভাই ও তার স্ত্রীর হাতে খুন হয়েছেন বড় ভাই সাহেদ (৩৫)। এ ঘটনায় পুলিশ ছোট ভাই মোঃ জাহেদ (২৭) এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওরফে ওহিকে (২৬) আটক করেছে।

বৃহস্পতিবার (২২ মে) ভোর রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। নিহত সাহেদ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের জালাল আহম্মদের ছেলে। সাহেদ-জাহেদের বাবা-মা দুজনই মধ্যপ্রাচ্যে থাকেন। পুলিশ জানিয়েছে, ঘাতক জাহেদ ও তার স্ত্রী ওহি মাদকাসক্ত।

চান্দগাঁও থানার ওসি আফতাব হোসেন আজকের বাংলা কে বলেন, নিহত সাহেদ ও গ্রেফতার জাহেদ, আপন দুই ভাই। তাদের বাবা-মা দুবাইয়ে থাকেন। চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে একটি ভবনে তাদের নিজস্ব দুটি ফ্ল্যাট রয়েছে। একটিতে তারা থাকতেন। অন্যটি ভাড়ায় দিয়েছেন। জাহেদ ও তার স্ত্রী মাদকাসক্ত। তারা সাহেদকে কুপিয়ে হত্যা করেছেন। পরে রাতের আঁধারে মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে তাদের আটক করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content