◻️জসিম তালুকদার, চট্টগ্রাম
চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভাড়া বাসা থেকে নকল জুস তৈরির দায়ে মিজানুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে করা হয়।
পুলিশ জানায়, ওই বাসাকে কারাখানা বানিয়ে তৈরি করা হতো নকল জুস। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়া থানার মৃত হাবিবুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ আনসার প্লটের খালেদার মার কলোনিতে বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলা হয়। কারখানার বৈধ কোনো কাজগপত্র না থাকলেও ওই বাড়িতে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জুস তৈরি করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার নকলজুসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ