সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ১১:৪৫:২৯

শেয়ার করুন

শাহাদাত হোসাইন হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় ওছমান নামে একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজাদের বিরুদ্ধে। রোববার ভোরে পুলিশের সহযোগিতায় মুহুর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওছমান (৫০) উপজেলা তমরদ্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।

নিহতের স্ত্রী জানান, জায়গা জমির বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তার ভাই এবং ভাতিজাদের সাথে অনেক দিন থেকেই বিরোধ চলে আসছে। ইতিমধ্যে তার ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তারই জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো জানান, গভীর রাতে তার স্বামী প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে যায়। অনেক সময় ধরে ঘরে আসতে দেরি হলে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপসহকারি মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার একঘন্টা পরে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে যায়। নিহতের মৃত দেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content