প্রসঙ্গঃ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আপনার পদত্যাগ নয়, অন্তবর্তীকালীন সরকারের সংস্কার জরুরি।
ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার,আপনার পদত্যাগ নয়, দ্রুত সময়ের মধ্যে সর্ব প্রথম আপনার অন্তবর্তীকালীন সরকারের সংস্কার প্রয়োজন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববরেণ্য নোভেল জয়ী ব্যক্তির নিকট চাপের কাছে নতিস্বীকার করে পদত্যাগের কথা শোনা দেশপ্রেমিক নাগরিকের জন্য খুবই কষ্টকর এবং আপনার জন্য বড় বেমানান।
আপনার ভুল ধরা এবং বলা বাংলাদেশের অধিকাংশ নাগরিকের দুঃসাহস নাই। আপনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বির্নিমানের সূচনা করে দিবেন,সেই স্বপ্নে বিভোর অগনিত জনগনের সাথে আমিও অতি ক্ষুদ্র নগণ্য দেশের একজন সাধারন নাগরিক। মুসলমান হিসেবে বিশ্বাস করি, কাজের ভুলক্রুটি করা বা হওয়া এবং জেনেশুনে নিজ স্বার্থে অন্যায়ভাবে অন্যায় কাজ করা, এক বিষয় নয়। আপনার অন্তবর্তীকালীন সরকারের গত সারে ৯ মাসে যতুটুকু সফলতা তার অধিকাংশই আপনার একক প্রচেষ্টায়। আপনি দেশের জন্য, ভাগ্যে বঞ্চিত জনগণের ভাগ্যের নতুন দিগন্ত উম্মোচনের আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের নিকট প্রমানিত কিন্তু আপনার অন্তবর্তীকালীন সরকার টিম হিসেবে কতটুকু জনগনের প্রত্যাশা পূরণে সফলতা দেখাতে পেরেছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক, দ্রব্যমূল্য সাধারন জনগণের নাগালের বাহিরে, কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়াতে সক্ষম হলেও তার সুফল জনগণের নিকট পৌছানোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের স্বচ্ছলতা ফিরে আনার কোন কর্ম পরিকল্পনা দৃশ্যমান নয়,ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ মধ্যবিত্ত জনগণ ঋণে জর্জরিত হয়ে অতিকষ্টে জীবনযাপন করছে। পররাষ্ট্র বিষয় স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয়ে অধিকাংশ অংশীজনদের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিয়ে বির্তক সৃষ্টি এবং জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজনের বিষয়টি প্রকাশের মাধ্যমে পতিত স্বৈরশাসক ও তাদের দোসরদের ষড়যন্ত্রের পথকে প্রশস্ত করা হচ্ছে। আপনি আবেগতাড়িতভাবে হউক বা ভুলক্রমে হউক জুলাই বিপ্লবের কৃতিত্ব ছাত্র- জনতার পরিবর্তে এককভাবে ছাত্রদের দিয়ে সন্তানতূল্য ছাত্রদের অতিরিক্ত ভালবেসে ফেলেছেন।অন্তবর্তীকালীন সরকারে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগকে গনতন্ত্রকামী ছাত্র - জনতা কতৃক নিয়োগ না বলে, শুধু ছাত্রদের কতৃক নিয়োগ বলে ছাত্রদেরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে শুধু একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করা বেঠিক হয়েছে। ৫ আগষ্টের পরে আপনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহনের পূর্বেই ছাত্রদের কতৃক নতুন দল গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের দেশে না ফিরতে দেওয়ার ব্যাপক গুঞ্জন ছিলো। পরবর্তী সময়ে আপনার ছাত্রদের প্রতি একচেটিয়া ভালবাসা। ছাত্রদের অন্তবর্তীকালীন সরকারে অন্তভুক্তি হয়ে দাপুটে ও বিলাসী চালচলন চিরাচরিতভাবে সরকারের সুবিধা নিয়ে ও মবের সুবিধাভোগী হিসেবে অধিকাংশ জনগণের নিকট প্রতীয়মান হওয়া, আপনি না হলেও, আপনার সরকারকে অনেক দল ও অধিকাংশ জনগণের নিকট পক্ষপাতমূলক সরকার হিসেবে আর্বিভূত করেছে। পরবর্তী পর্যায়ে সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের একজন উপদেষ্টা জনাব, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে এনসিপি নামক দল গঠন এবং তাদের আরো ২ জন ছাত্র প্রতিনিধি অন্তবর্তীকালীন সরকারে থেকে যাওয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান এখন পর্যন্ত দেশে ফিরে না আসা, নির্বাচনী রোডম্যাপ ঘোষনা না করা, ছাত্রদের নতুন দল এনসিপি ফ্যাসিস্টদের বিচার ও সংস্কার সমাপ্ত
না হওয়া পর্যন্ত নির্বাচনের বিরোধিতা করা ৫ আগষ্টের পর ষড়যন্ত্রের গুঞ্জনকে এখন বাস্তব ষড়যন্ত্র বলে গনতন্ত্রকামী জনগণ বিশ্বাস করতে শুরু করেছে।
অন্তবর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি উপদেষ্টা জনাব, আসিফ মাহমুদের আদালতের রায় পাশকাটিয়ে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবক শপদ না নিতে দেওয়ার ষড়যন্ত্র প্রকাশ পাওয়া এবং নির্বাচন কমিশন বেআইনীভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন না করায়, তাদের দল এনসিপি কতৃক নির্বাচন কমিশনকে বিএনপির ট্যাগ লাগিয়ে তাদের পদত্যাগের দাবীতে আন্দোলন করে ৫ আগষ্টের পরের গুঞ্জনের বিষয়টি যে ১০০ % সত্য, প্রমানিত হয়েছে। আপনি দেশের গনতন্ত্রকামী শান্তিপ্রিয় জনগণের নিকট নতুন বাংলাদেশ বির্নিমানের আলোকবর্তিকা, আপনি পদত্যাগের কথা বলছেন কেন? আপনাকে শুধু ছাত্ররা নিয়োগ দেয়নি। আপনি সকল দল ও নেতা এবং গনতন্ত্রকামী জনতার সর্বসম্মতিক্রমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। সরকারে থেকে বিশেষ দলকে সুবিধা দেওয়ার মানসিকতা সম্পন্ন উপদেষ্টাদের সরকার থেকে বহিষ্কার করে, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নিরপেক্ষভাবে বিশ্বের সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন । সংস্কার চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে সংস্কার অপরিহার্য। তাই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবিষ্যৎ সরকার পরিচালনায় ঐক্যমত্তের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারের বন্দোবস্তের আগে আপনার অন্তবর্তীকালীন সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরিয়ে অন্তবর্তীকালীন সরকারের সংস্কার জরুরি। একটি কথা প্রচলিত আছে, শেষ ভাল যার, সব ভাল তার। আশাবাদী, আপনার বুদ্ধিদীপ্ত সময়োপযোগী পদক্ষেপ আপনাকে আরো মহান করবে এবং আপনার শেষটাও শুরুর মতো বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এস,এম কামাল হোসেন।
সহ-সভাপতি জিয়া সাইবার ফোর্স গাজীপুর মহানগর।
লেখক,রাজনীতিবীদ,অন-লাইন একটিভিস্ট।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ