প্রতিনিধি ২৮ মে ২০২৫ , ৩:৩৬:৪৯

শাহাদাত হোসাইন হাতিয়া প্রতিনিধি:
আজ নোয়াখালী হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের বয়ারচর আলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক: মাহবুবুর রহমান শামীম বিশেষ অতিথি: জনাব মাহবুব আলমগীর আলো আহবায়ক নোয়াখালী জেলা বিএনপি। হারুন অর রশীদ আজাদ- সদস্য সচিব নোয়াখালী জেলা বিএনপি। এ.কে.এম ফজলুল হক খোকন- সদস্য নোয়াখালী জেলা বিএনপি। মোঃ আলাউদ্দিন-সদস্য নোয়াখালী জেলা বিএনপি। মোঃ নুরুল আমিন খান-
সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা যুবদল,সদস্য নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা।
আরও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদল সদস্য আকতার হোসেন কিরনসহ অন্যান্য নেতা কর্মীরা। গত ২৩ শে এপ্রিল নোয়াখালি বিভিন্ন অঞ্চলের বারটি দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট।
গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয় জোড়খালি বেস্ট একাদশ বনাম চানন্দী ইউনিয়ন স্পোর্টস একাডেমী।
দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ দর্শকরা দারুন এক ফাইনাল ম্যাচ উপভোগ করেন।নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা সমাপ্তি হয় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটের জোড় খালি বেষ্ট একাদশ ৫-৩ গোলে চানন্দি ইউনিয়ন কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জনাব মাহবুবুর রহমান শামীম সাহেব।
তিনি আয়োজক কমিটির সবাই কে অসংখ্য ধন্যবাদ জানানোর কারণ বর্তমান যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলা মাধ্যমে তারা মাদক এবং মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। তিনি আশাবাদী এক সময় এই অঞ্চলের খেলোয়াড়রা জাতীয় দল খেলবে এবং এই অঞ্চলের খেলোয়াড়দের এগিয়ে নেয়ার জন্য উনি সাধ্যমত চেষ্টা করবেন জানান।

















