শাহ্-জালাল,স্টাফ রিপোর্টার-
প্রতিদিন কত মানুষের সাথে আমরা মিশি। কত কথা বলি। কেমন আছেন জিজ্ঞেস করলে ভালো আছি শুনেই সে কথার ইতি টানি। জানার চেষ্টা করি না, আসলেই সে ভালো আছে কিনা।
কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঠিকই বলেছেন...
"জীবনটা হইল কুয়া, দুঃখের কুয়া। যার দুঃখ যত বেশি, তার কুয়ার গভীরতাও তত বেশী।
হয়তো র্যাবের এই কর্মকর্তার সাথেও আজ সহকর্মীদের কত কথা হয়েছে। অথচ তার দুঃখের কুয়ার যে কোন তলই ছিল না তা একটুও বুঝতে পারেনি তারা।
আশপাশের মানুষকে অন্যরকম মনে হলে তাকে সময় দিন, নাহয় এ দেখাই শেষ দেখা হয়ে যেতে পারে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ