◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি
রবিরার (১১ মে) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম বাঁশখালী উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র চালানের গোপন সংবাদের ভিত্তিতে থানা গেইটে সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে সিএনজিতে তল্লাশী চালায়। সিএনজি থেকে দুইটি দেশীয় তৈরী এক নলা বন্দুক ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাতেনাতে আটক হন দুই আসামী। আটককৃতরা হলেন কক্সবাজারের পেকুয়া থানাধীন টৈটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (২৭), অপরজন বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ির আহমদ হোসনের পুত্র মোঃ ইলিয়াস(৪১)।
রোববার দুপুর ২ টায় বাঁশখালী থানার হলরুমে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার। অস্ত্র উদ্ধার সংক্রান্তে বাঁশখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ