প্রসঙ্গঃ বিএনপিকে নিয়ে এনসিপির মূখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর বক্তব্য রাজনৈতিক অপরিপক্কতা অথবা অসৎ উদ্দেশ্য প্রণোদিত।
এনসিপির মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাহেব আপনার নিকট থেকে মূর্খের মতো নয়, যখন রাজনীতিবিদ হয়েছেন রাজনীতির প্রজ্ঞা সম্পন্ন বক্তব্য জনগণ প্রত্যাশা করে। বিএনপি আওয়ামীলীগের টাকায় চলে এই ধরনের বক্তব্য আপনার রাজনীতির অপরিপক্কতা অথবা অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। সদ্য পরাজিত চরম ফ্যাসিস্টদের অবৈধ সুযোগ সুবিধা নেওয়া সুবিধাভোগীরা তাদের অপকর্মের বিচার থেকে বা মব জাস্টিস থেকে রক্ষা পেতে যদি কোন দলে অর্থ বিনিয়োগ করে, সেই বিনিয়োগ কিংসখ্যাত নব্য গঠিত এনসিপিকে করবে। আপনারা সরকারের অংশীদারত্ব করছেন, দেশের অধিকাংশ জনগণের নিকট যেমন স্পষ্ট তেমনি অপরাধীরা মনে করে অপকর্ম থেকে রক্ষা পেতে সরকারে অংশীদারিত্বে থাকা দলে বিনিয়োগ লাভজনক এবং নিরাপদ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান কতৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। শুরু থেকে আজ অবধি যাহারা দলটির নেতৃত্ব দিয়েছেন, তাদের গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেতৃত্ব ও দেশপ্রেমে আকৃষ্ট হয়ে কোটি কোটি সমর্থক এই দলের প্রতি অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থন দিয়ে যতবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই ক্ষমতাসীন করেছে । চরম ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ শাসনকাল ব্যক্তি, সমাজ, রাস্ট্র যেমন ক্ষতিগ্রস্ত করেছে এবং তেমনি অনেক দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দলে সৃষ্টি হয়েছে কিছুসংখ্যক অসৎ নেতা কর্মী কিন্তু নতুন বাংলাদেশের প্রত্যাশায় বিএনপি সাংগঠনিকভাবে অসৎ নেতা কর্মীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিচ্ছে অন্য দলের ভেতর ততটা পরিলক্ষিত না । বিএনপি বড় দল হওয়ায় এক শ্রেনীর লোক বিএনপির নাম ভাঙ্গিয়ে যেমন ব্যক্তি সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে তেমনি জনপ্রিয়তার তলানীতে থাকা আপনাদের মতো কতিপয় দল আগামীত ক্ষমতাসীন হওয়ার স্বপ্নে বাক্তির অপকর্ম বা অপরাধকে বিএনপি উপর চাপিয়ে এবং গুজব রটনা করে জুলাই বিল্পবের ঐক্যকে নষ্ট করে নতুন বাংলাদেশ বির্নিমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একে একে দুই দিন হয়েছে আপনারা রাজনৈতিক দল করে যে আলিশান অফিস করেছে এই অর্থ কোথায় থেকে আসে? আপনি গতকাল কুমিল্লায় যেখানে কথাগুলো বলেছেন, সেই অনুষ্ঠানের অর্থসহ সকল কর্মসূচী পালনের অর্থ কোথায় থেকে আসে? রাজনীতিতে নতুন বন্দোবস্তো মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করবেন জনগণের নিকট প্রতিশ্রুতি দিয়ে দল গঠন করার পর পরই আপনারা একাধিক বির্তকের সৃষ্টি করেছেন। আপনারা নতুন কি করবেন, সেই বিষয়টি ইতিমধ্যেই জনগণের দৃষ্টি গোচর হয়েছে। আপনারা পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে এবং বিএনপি থেকে নমিনেশন বঞ্চিতদের নিয়ে আপনার দলকে আপনাদের সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন করার স্বপ্নে বিভোর হয়ে আছেন। স্বপ্ন দেখা অপরাধ নয় কিন্তু কোন দলের প্রতি গুজব ও অপপ্রচার চালিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথ পরিহার করে, গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের রোষানলে পরার পরিবর্তে আস্থা অর্জনের চেষ্টা করুন।
এস,এম কামাল হোসেন।লেখক,সাংবাদিক,রাজনীতি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ