তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী—
‘বিষপান করা’ চোখ হারানো চার যুবকের চিকিৎসার কার্যক্রম শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে।আজ ২৬ মে ২০২৫, সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা ড্যাবের সভাপতি ডাঃ রেজওয়ানুর রহমান সোহেল ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এম আর হাসান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চার যুবকের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে যান। প্রতিনিধি দলটি যুবকদের চিকিৎসা বিষয়ে তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আরো উন্নত ব্যবস্থার নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন— জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ খায়ের আহমেদ চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো. শফিউর রহমান।উল্লেখ্য, গতকাল রবিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর নির্দেশে চার যুবকের চিকিৎসা প্রসঙ্গে আশ্বস্ত করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন— শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ