মো:-রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার_
"ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই শ্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর আয়োজনে রবিবার ২৫ মে সকাল ১১টায় অফিস প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩দিনব্যাপী আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক সিরাজুল ইসলাম, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির সদস্য ইমরান বাশার, এসি ল্যান্ড অফিসের নাজির কাম ক্যাশিয়ার নুরুল আমিন, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী প্রমুখ। অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহনে সেবা প্রার্থীদের ভোগান্তি দূরীকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মানুষ যাতে কোন হয়রানি না হয় সেজন্য সংশ্লিষ্ট অফিস কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। পরে সখিপুর দাখিল মাদ্রাসা, সখিপুর ইউনিয়ন পরিষদ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ ও পারুলিয়া বালিকা বিদ্যালয়ে ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ