নোয়াখালী প্রতিনিধি,মোঃ একে আজাদ:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলী আহমেদ মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সভাপতি জনাব আব্দুল মান্নান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সৌদি আরব আছির প্রদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল আলম এবং যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই মিঠু।
বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাই তাদের কল্যাণে সরকারকে আরও সচেষ্ট হতে হবে।
জনাব আলী আহমেদ মুকিব তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার। প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যাচ্ছি।”
জনাব আব্দুল মান্নান বলেন, “নোয়াখালী-২ আসনের উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী শ্রমিকদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ