আন্তর্জাতিক

খুব শিগগিরই টেলিভিশনে ভাষণ দেবেন খামেনি: ইরানি গণমাধ্যম

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ১০:৪৭:২৯

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্কঃ- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আর কিছুক্ষণের মধ্যে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিষয়টি ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে আলজাজিরা।

গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পর খামেনির এটিই হবে প্রথম প্রকাশ্যে বক্তব্য।

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন খামেনি। বলেন, আমাদের অবশ্যই (ইসরায়েলের) সন্ত্রাসী ও জায়নবাদি শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদিদের কোনো ছাড় দেব না।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। আজ বুধবার দেশটি ইসরায়েল অভিমুখে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content