প্রতিনিধি ৮ জুন ২০২৫ , ৭:৩৩:৩৫
৫ই মার্চ ২০১৫ ইং জিয়া সাইবার ফোর্স এর পথ চলা।
সেই হিসেবে গত ২৮ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং Zia Cyber Force ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
পক্ষান্তরে সুবিধাবাদী একটি পক্ষ যারা দলের দু:সময়ে লেজ গুটিয়ে পালায় ও ৫ ই আগস্টের পর ফুলে ফেপে জিয়া সাইবার ফোর্স সংগঠনটি হাইজ্যাক করার চেষ্টা করে চলেছে, যার দরুন প্রায় ১২ লক্ষ টাকা ফান্ডিং রেইজ করে কথিত প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি চালাচ্ছে।
দু:খজনক হলেও এটাই দৃশ্যমান যে কেন্দ্রীয় নেতারা কোন বাছ বিচার ছাড়াই যত তত জড়াচ্ছে।
এদিকে ত্যাগী দু:সময়ের তৃনমূল কর্মীরা এখনো অবহেলা আর লাঞ্চনা বরন করে চলেছে।