ঢাকা

টঙ্গী আইচি ঘাটে ২টাকা খেয়া পারাপারের কথা থাকলেও মানা হচ্ছে না

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৫:২১:০৫

শেয়ার করুন

গত ২৪ শে জুন গাজীপুরের টঙ্গী থেকে রাজধানী ঢাকার উত্তরা পর্যন্ত তুরাগ নদীপথে যাত্রী পারাপারের জন্য এখন থেকে জনপ্রতি ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র দুই টাকা।এই সংবাদটি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দেখা যায়।সেসময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, ইজারাদার টুটুল সরকারসহ বিএনপির শতাধিক নেতা—কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

জানা যায় স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা-কর্মীদের হস্তক্ষেপ এর কারনে দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীদের কাছ থেকে ২ টাকা করে আদায় করা কথা হয়।যা ছিল সরকার নির্ধারিত খেয়া পারাপার সেবা।

কিন্তু গত এখন খোয়া ঘাটের ২টাকা ভাড়া লিখা থাকলেও আদায় হচ্ছে ৫টাকা করে।এ নিয়ে যাত্রীগন কথা বললে ঘাটের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজসহ মারার জন্য তেড়ে আসে বলে জানা যায়।
ভুক্তভোগী মোহাম্মদ হোসাইন নামে একজন
তার ফেসবুক ওয়ালে লিখেছেন-

টঙ্গী আইচি গেইটের খেয়া পারাপারে বিষয়…
এখানে ডেস্কের সামনে একটা ব্যানার টানানো! ব্যানারে সুন্দর করে লেখা খেয়া পারাপারে প্রতিজন ২ টাকা করে। কিন্তু যখন তাদের সামনে গেলাম, তারা ৫ টাকার নিচে কোনোভাবেই নিবে না। ২ টাকায় নৌকায় উঠাবে না। তাদেরকে জিজ্ঞেস করলাম ২ টাকা কি এমনিতেই দিছি? এখানে তো লেখাই আছে প্রতিজন ২ টাকা করে! তখন তারা বললো যে এটা হুদায় লাগায় দিয়ে গেছে। সত্যের সন্ধ্যানে নামক সংগঠন থেকে এই ব্যানারটি লাগিয়ে দিয়ে গেছে। এটা তারা মানে না, ২ টাকায় তাদের নৌকায় উঠাবে না। তিনজন গেছিলাম জরুরি কাজে, ১৫ টাকা নিয়ে তারপর যেতে দিছে। তাদের সাথে বেশি কথা কাটাকাটি করি নাই কারন আমরা একটা জরুরি কাজে যাচ্ছিলাম। এখন কথা হচ্ছে যদি ৫ টাকাই দেওয়া লাগে তাহলে এখানে ২ টাকা লেখা ব্যানার কেন টানিয়ে রাখসে?? এই ব্যানারের তো কোনো মূল্য নেই, ছিঁড়ে ফেলে দিলেই তো হয়। আর যদি সত্যের সন্ধানে থেকে এই ব্যানার লাগিয়ে দিয়ে যায় তাহলে কি তারা মনে করে একটা ব্যানার লাগালেই সেখানে দূর্ণীতি বন্ধ হবে?? সঠিক তদন্ত করতে না পারলে তাদের এই ব্যানার সরিয়ে ফেলার অনুরোধ করছি! আর যদি সবাই মনে করেন এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার, তাহলে যে যেভাবে পারেন পোস্ট টা সব গ্রুপে ছড়িয়ে দিন কপি পেস্ট করে। অন্যায় ১ টাকার হলেও সেটা অন্যায়।

দেশের ক্ষুদ্র থেকে বৃহৎ দুর্নীতি আদৌ কি বন্ধ করা করা সম্ভব? এমন প্রশ্ন অনেকের।

ফেসবুক পোস্ট লিঙ্ক- https://www.facebook.com/share/p/16bEBFpvta/


শেয়ার করুন

আরও খবর

Sponsered content