সারাদেশ

বাঁশখালীতে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে ১ হিন্দু গ্রাম্যডাক্তার আটক

  প্রতিনিধি ১০ জুন ২০২৫ , ৯:৫১:৪৩

শেয়ার করুন

◻️ জসিম তালুকদার, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে হযরত মুহাম্মদ (স:) নিয়ে কটূক্তিকারী এক হিন্দু গ্রাম্যডাক্তার প্রবীর চৌধুরীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  কটূক্তিকারী প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার প্রমোদ চৌধুরী প্রকাশ পুতুল ডাক্তারের ছেলে।

এ ঘটনায় চাম্বলে বিক্ষুদ্ধ জনতার মধ্যে চরম অস্থিরতা দেখা দিলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরেজমিনে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন এবং অভিযুক্তের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  অভিযুক্ত চিকিৎসক প্রবীর চৌধুরী পালিয়ে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, বিযযটি জটিল, মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content