শাহাদাত হোসাইন, হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের প্রথম জামে মসজিদ— চানন্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা এনায়েত হোসেনকে এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাওলানা এনায়েত হোসেন বিগত ১৪ বছর ধরে এই ঐতিহাসিক মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন। শুধু একজন ইমাম হিসেবে নয়, তিনি ছিলেন এই অঞ্চলের এক পরিশীলিত ও মানবিক নেতৃত্বের প্রতীক। পাশাপাশি তিনি চানন্দী বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী বক্তব্যে মাওলানা এনায়েত হোসেন বলেন,
“আমি দীর্ঘ ১৪ বছর এই মসজিদের সঙ্গে যুক্ত ছিলাম। অত্র এলাকার মানুষ সবসময় আমাকে ভালোবাসা ও সহযোগিতা করেছেন। আমি সবার কাছে দোয়া চাই এবং যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে—সবাই যেন আমাকে ক্ষমা করে দেন।”
এ উপলক্ষে মসজিদ কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে উপহার হিসেবে একটি ফনিক্স বাইসাইকেল প্রদান করা হয়, যা ছিল অনুষ্ঠানটির এক স্মরণীয় মুহূর্ত।
স্থানীয় মুসল্লিরা জানান,
“মাওলানা এনায়েত সাহেব শুধু নামাজ পড়াতেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, শিক্ষকের মতো। তাঁর বিদায়ে আমরা একজন অভিভাবককে হারালাম।”
চানন্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যা ২ নং চানন্দী ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত জামে মসজিদ, তার দীর্ঘ ইতিহাসের অংশ ছিলেন মাওলানা এনায়েত হোসেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের চোখে জল ছিল, মুখে ছিল দোয়া আর কৃতজ্ঞতা।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ