প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ১:৫২:৩৫

শাহাদাত হোসাইন, হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালী হাতিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদ আলী কলেজে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। আগামী ২৬ জুন ২০২৫ থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে কলেজ কর্তৃপক্ষ এ অনন্য আয়োজনে শিক্ষার্থীদের সম্মানিত করেন এবং তাদের সাফল্যের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের বিদায়ের পাশাপাশি তাদের আগামীর পথচলার জন্য দোয়া ও শুভকামনার সুরে মুখর ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জব্বার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব জামসেদুর রহমান কিসলু স্যার বলেন: মোহাম্মদ আলী কলেজ অদূর ভবিষ্যতে দক্ষিণাঞ্চলের মডেল কলেজে পরিণত হবে। এখানকার ছাত্রছাত্রীরা প্রতিভাবান। আমি আশা করি, আগামী পরীক্ষায় তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কলেজ ও পরিবারের মুখ উজ্জ্বল করবে। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য আন্তরিক দোয়া করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব আজমির হোসেন স্যার তিনি বলেন: আমরা নিয়মিত ডে কোচিং ও নাইট কোচিং চালু রেখেছি। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে গাইড দিয়ে মেধা বিকাশে সাহায্য করছি। আমাদের উদ্দেশ্য কেবল ভালো রেজাল্ট নয়, বরং একজন আদর্শ, সৎ ও দায়িত্ববান মানুষ তৈরি করা।
আজকের দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি— যেন প্রতিটি শিক্ষার্থী সাফল্যের সাথে পরীক্ষা দিতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে প্রভাষকগণও বক্তব্য রাখেন, যারা আবেগঘন কণ্ঠে বলেন: প্রিয় শিক্ষার্থীরা, আজ বিদায়ের দিন। তবে বিদায় মানেই শেষ নয়। এটা এক নতুন শুরু। তোমাদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা ও দোয়া। মন দিয়ে পড়ো, ভালো মানুষ হও, সমাজের আলো হয়ে উঠো।
অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন কলেজের আইসিটি বিভাগের শিক্ষক জনাব নিজার উদ্দিন স্যার। তাঁর দক্ষ ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত, স্মৃতিময় এবং গঠনমূলক।
বিদায় ও দোয়া অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
সবার একটাই প্রার্থনা— আল্লাহ যেন সকল শিক্ষার্থীকে সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দেন এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম করেন।











