শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-
হাতিয়া আমার জন্মভূমি, এখানেই আমি বেড়ে উঠেছি। আমার বাড়ি এখানেই, আমার পূর্ব পুরুষের কবর এখানেই।
জীবন জীবিকার তাগিতে আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। আমি আমার স্ত্রী ও দুই সন্তান সবাই পিএইচডি ডিগ্রিধারী। ছোটবেলা থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে আমার পথচলা।
এজন্যই বিদেশের মাটিতে ও রাজনীতি থেকে দূরে সরে আসতে পারিনি। ছিলাম ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক।
চেষ্টা অব্যাহত রেখেছি জন্মভূমিতে বিএনপির কর্মিদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে। যখন হাতিয়ায় সংস্কার পন্থী, স্বতন্ত্র, এবং ব্যক্তি রাজনীতির চর্চা হচ্ছে, তখন বিএনপির কর্মিদের জন্য নিজের বাসভবনকে দলীয় কার্যালয় বানিয়ে দিয়েছি।
যখন রাজনীতির প্রতি হিংসায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে কর্মীদের দেহ তখন নিজের সন্তান মনে করে দাঁড়িয়েছি পাশে। হাতিয়ার মানুষের কথা চিন্তা করে করেছি সামাজিক উন্নয়ন, গড়ে তুলেছি শিক্ষার আলো ছড়াতে কলেজ।
আজ যারা আমি দেশে থাকিনা বলে বেড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা দেশে থেকে কয়টা ঢাকা চট্রগ্রাম এর বিএনপির কর্মসূচি গুলোকে অংশগ্রহণ করেছেন...?
দেশে থেকে কয়বার এসেছেন হাতিয়ায়...?
শেয় ৩/৪ বছরে বিএনপির রাজনীতিতে কি অবদান ছিলো আপনার....?
অথচ বছরে কয়েকবার দেশে এসেছি শুধু মাত্র রাজনীতির টানে, হয়েছি মামলার শিকার, ভেঙে দিয়েছে আমার বাসভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পরিবার এমনকি আমার কলেজটাও।
আজ যারা অমুক ভাইয়ের তমুক ভাইয়ের লোক
তাদের বুকে হাত দিয়ে বলতে বলুন কে তাদেরকে রাজনীতিতে সঙ্গবদ্ধ রেখেছেন...?
হাতিয়ার তৃণমূল বিএনপির কর্মীদের কাছে আমার একটাই অনুরোধ, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। বিএনপি এবং ধানের শীষের হয়ে কাজ করি। ত্যাগীদের মূল্যায়ন করি।
যারা অতিতে আমাদের পাশে ছিল তাদেরকে ভুলে না যেয়ে পাশে দাঁড়াই।
একটাই শ্লোগান তুলি
আমরা হাতিয়ার সন্তান
হাতিয়া উপজেলা বিএনপিতে আমরা ঐক্যবদ্ধ।
প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু
উপদেষ্টা নোয়াখালী জেলা বিএনপি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ