প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ৫:১৭:৪৯

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালীর হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় নদী ভাঙন রোধে ব্যবহৃত জিও টিউব ব্যাগ লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।
গতকাল (বুধবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কয়েকজন ব্যক্তি নদী ভাঙন রোধ প্রকল্পে ব্যবহৃত জিও টিউব ব্যাগ লুট করার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং পরে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়।
গ্রেপ্তার হওয়া দুইজনের নাম হলো বাদশা ও মিলন।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রকল্পের এসব জিও টিউব ব্যাগ নদী ভাঙন রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো চুরি হলে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়বে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হবে।

















