রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়কে এ হামলা হয়।
মোবাইলে ধারণ করা এক ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। এতে অন্তত ৬ জন আহত হন।
আহতদের অভিযোগ, হামলার আগে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হুমকি দিয়ে আসছিল। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ