প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১২:৪১

স্টাফ রিপোর্টার , মোঃ রিয়াজুল ইসলাম-
শুরুতেই অল্প মুনাফায় অধিক লাভ এই লোভ দেখিয়ে যুবক যুবতীরকে টার্গেট করে সম্প্রতি American Zales Group এর নাম ব্যবহার করে ভূয়া ওয়েবসাইট তৈরি করে Zales family group নামে একটি প্রতারকচক্র। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবক জানায়, জেলস গ্রুপের সিনিয়র এডভাইজর সেজে টেলিগ্রামের মাধ্যমে তাকে নক দেন আবিদা জাহান বর্ষা নামের একটি মেয়ে এবং বলা হয় তাদের গ্রুপটি আমেরিকান জেলস গ্রুপের নামে অর্ডার সাবমিট করে মুনাফা দিয়ে থাকে। এরপর তাকে দিয়ে একাউন্ট খুলিয়ে কোম্পানি থেকে বোনাস দিয়ে দুই হাজার টাকা উইথড্র করে নিতে বলে। পরের দিন তাকে প্রলোভন দেখিয়ে বিকাশ থেকে ৯০০০ টাকা এ্যাড ফান্ড করিয়ে প্রলোভন দেখিয়ে প্রথমবারের মতো উইথড্র করিয়ে নেয় এবং সাতাশি জনের একটি টেলিগ্রাম গ্রুপে যোগ করানো হয়। পরের দিন থেকে গ্রুপে পোষ্ট করা হয় ” জেলস গ্রুপের ৫ বছর পূর্তি উপলক্ষে দ্বিগুন বোনাস দেয়া হবে এরপর তাদের যোগসাজসে গ্রুপে সাজানো সদস্য দিয়ে তাদেরকে দেখানো হয় দ্বিগুন মুনাফা দিয়ে রিফান্ড করতে এরপর কতিপয় কিছু যুবক ব্যাংকি একাউন্টের মাধ্যমে টাকা এ্যাড ফান করলেই শুরু হয় তাদের নতুন খেলা ডেইলি সিঙ্গআপ বোনাস এবং তিন ধাপে নব্বইটি গ্রাবিং অর্ডার কমপ্লিট করলেই পুরো টাকা উত্তোলন করা যাবে। কিন্তু দ্বিতীয় ধাপে আসে ২৪ নম্বর ধাপে এসে তার টাকাটা মাইনাস ডেবিট দিয়ে আটকিয়ে রাখা হয় এবং বলা হয় আরো আটত্রিশ হাজার টাকা রিচার্জ করলেই সে পুরো টাকা উত্তোলন করে নিতে পারবে তাদের কথা অনুযায়ী আটত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হলেও তৃতীয় ধাপের ২৪ নম্বর অর্ডারে যেয়ে তাকে আবার ও একলক্ষ বায়ান্ন হাজার টাকা মাইনাস ব্যালেন্স দেখানো হয় এবং বলা হয় এই একলক্ষ বায়ান্ন হাজার টাকা রিচার্জ করলেই পুরো তিনলক্ষ ৫২ হাজার টাকা তার একাউন্টে ঢুকিয়ে দেয়া হবে। এভাবে তার একাউন্টটি আটকিয়ে ফেলা হয় যেটা তাদের রুলস্ অনুযায়ী প্রতিদিনের কাজ প্রতিদিন করলেও আরো অতিরিক্ত সময় দিয়ে থাকে তারা। এই ভূয়া প্রতিষ্ঠানটি আমেরিকান জেলসের নামে কাজ শুরু করলেও বাংলাদেশে এর কোন গ্রুপ বিজনেস নেই বলে দাবী করেছে অরিজিনাল আমেরিকান ব্রান্ড । কিন্তু প্রতারনা শুরু করে যুবকদের দিয়ে অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে এটি রিতীমতো প্রতারনা শুরু এবং ওয়েবসাইট মুহুর্তের মধ্যেও পরিবর্তন করছে। এই প্রতারকচক্র গ্রুপটি যেসব বিকাশ একাউন্ট ব্যবহার করছে প্রতারকচক্র টাকা উত্তোলনের পর অটোমেটিকালি বন্ধ হয়ে যায়। একএক সময় কোম্পানি ভিন্নভিন্ন ওয়েবসাইট ব্যবহার করছে বলে তথ্যসূত্রে প্রমান পাওয়া যায়। বর্তমানে https://www.zales1136.com/ এই ওয়েবসাইটি ওপেন আছে বলে জানা যায়। তারা যে বিকাশ নম্বরগুলো ব্যবহার করছে: 01854189058
01623223341
01871309746
বলে জানা যায়। সম্প্রতি বাংলাদেশে এসব খপ্পড়ে পরে বহু যুবকের প্রানহানী ঘটছে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেক যুবক। এইজন্য এইসব অপরাধ প্রবনতা ধরার জন্য প্রশাসনকে অধিক উদ্যেগ নেয়া প্রয়োজন। এমন তো হতে পারে গোপনে আপনার সন্তান এই প্রতারনার ফাঁদে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছে।












