সারাদেশ

নোয়াখালী-২ আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আব্দুল মান্নান

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২০:৫৩

শেয়ার করুন

সংবাদ প্রতিবেদন:

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ একে আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির আব্দুল মান্নান।

প্রবাস ও তৃণমূল রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি দিন দিন মনোনয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছেন বলে স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মত।

আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সৌদি আরব যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীদের সাথে সুদৃঢ় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা ও দলীয় আদর্শে অটল অবস্থান তাকে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনায় এনেছে। এছাড়া গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণের ফলে তিনি সাধারণ মানুষের কাছেও হয়েছেন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নোয়াখালী-২ আসনে নতুন নেতৃত্বের চাহিদায় আব্দুল মান্নান একটি গ্রহণযোগ্য বিকল্প হয়ে উঠেছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content