জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব বরাবর আবেদন জানিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আবেদনপত্র পাঠায় দলটি।
আবেদনে এনসিপি জানায়, ২২ জুন দলটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের পাশাপাশি শাপলাকে প্রতীক হিসেবে সংরক্ষণের আবেদন করে। এরপর থেকেই সারাদেশে দলীয় কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে গ্রহণ করছে। বিশেষ করে জুলাইয়ের পদযাত্রায় খাল-বিল-জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে অংশগ্রহণের উদাহরণ তুলে ধরা হয়।
কিন্তু গত ৯ জুলাই নির্বাচন কমিশন শাপলাকে প্রতীক তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় বলে জানায় এনসিপি। এ অবস্থায় ১৩ জুলাই এনসিপির প্রতিনিধি দল সিইসি ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে কমিশনের এই অবস্থানের আইনি ভিত্তি নেই বলে লিখিতভাবে জানায়।
দলটির দাবি, শাপলার বিভিন্ন ভিন্ন ভার্সন প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। এ বিষয়ে আলোচনার জন্য এনসিপি সবসময় প্রস্তুত থাকলেও ইসি বিভিন্ন সংস্থার সঙ্গে মিল থাকার অজুহাত দেখাচ্ছে, যা বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী।
২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব গণমাধ্যমকে জানান, প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে এ প্রতীক বরাদ্দ দেয়া যাবে না। এ সিদ্ধান্তকে দলটি অনভিপ্রেত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে।
আবেদনের শেষে এনসিপি আশা প্রকাশ করেছে, কমিশন পূর্বের একরোখা অবস্থান থেকে সরে এসে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা—এই তিনটি প্রতীকের যেকোনো একটি দলটির অনুকূলে বরাদ্দ করবে। এতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকে যাবে না।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ