আলাউদ্দিন,ফেনী জেলা প্রতিনিধি-
ফেনী, ১৭ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ কর্তৃক জিয়া সাইবার ফোর্সের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও অসত্য আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ফেনী জেলা জিয়া সাইবার ফোর্স।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শিবির সভাপতি দাবি করেছেন যে জিয়া সাইবার ফোর্স তার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করেছে। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুপ্রচারের অংশ মাত্র।
ফেনী জেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে বলা হয়, “আমরা দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে কাজ করে যাচ্ছি। জিয়া সাইবার ফোর্স কখনো কোনো হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত নয় এবং এ ধরনের কর্মকাণ্ডে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”
সংগঠনটি আরও জানায়, জিয়া সাইবার ফোর্স সবসময় অনলাইন ও অফলাইনে জনগণের অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
ফেনী জেলা জিয়া সাইবার ফোর্স শিবির সভাপতির এ ধরনের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এটিকে গণতান্ত্রিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ