প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৩:২৬

নিজস্ব প্রতিবেদকঃ
জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ একে আজাদ তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি খুলে প্রতারণার অভিযোগ তুলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি এক বার্তায় জানান—
সম্মানিত ফেসবুক বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা, প্রিয় আত্মীয়-স্বজন এবং অন্যান্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, কেউ আমার নাম, ছবি এবং পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্নজনের কাছ থেকে টাকা চাওয়ার চেষ্টা করছে। এটি সম্পূর্ণ একটি প্রতারক চক্রের কাজ। আমার রিয়েল আইডি ছাড়া অন্য কোনো আইডি থেকে কেউ যদি অর্থ বা যোগাযোগের অনুরোধ করে, তাহলে দয়া করে সেটিকে অবহেলা করুন এবং প্রয়োজনে আমাকে সরাসরি অবহিত করুন।
তিনি আরও বলেন,
এ ধরনের প্রতারকদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কেউ যেন প্রতারিত না হয়, সেটাই আমার অনুরোধ।
মোঃ একে আজাদ বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন। পাশাপাশি সাধারণ জনগণকেও এসব ফেক আইডি রিপোর্ট করার অনুরোধ জানান।
প্রতারক চক্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে—এই বার্তা ছড়িয়ে দিন।


















