খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির সাবেক মহাসচিব। তিনি ১৯৪৭ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মগনামা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।
রাজনীতিতে তাঁর পথচলা ছাত্রজীবন থেকেই শুরু। ১৯৭৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন।তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি দলের মহাসচিব নিযুক্ত হন।
দলের শীর্ষ নেতা হিসেবে তিনি দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৮ সালে বিএনপি নির্বাচনে পরাজিত হলে তিনি দলের মহাসচিব পদ থেকে অব্যাহতি নেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
২০১৫ সালের ১৬ মার্চ তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিএনপি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ