জাতীয়

গণভোটের সিদ্ধান্ত শিগগিরই নেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা আসিফ নজরুল

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ২:২৯:৫৪

শেয়ার করুন

সংবাদ প্রতিবেদন:

গণভোট আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “গণভোট কখন হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এখন তীব্র পর্যায়ে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, এবং খুব শিগগিরই তা জানানো হবে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ২৭০ দিন আলোচনা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের যে চিত্র দেখা যাচ্ছে, তা হতাশাজনক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল অনুমোদন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।”

আইন উপদেষ্টা জানান, জুলাই সনদ নিয়ে ভিন্নমত থাকলেও এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তিনি বলেন, “যে যা-ই বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।”

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে, যেখানে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করা হয়েছে।

জামায়াতে ইসলামী বলছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে। অন্যদিকে বিএনপির অবস্থান—নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content