প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১০:১৮:৩৪

রাজধানীর গুলশান এলাকার ডিপ্লোম্যাটিক জোনে আমেরিকান দূতাবাসের সামনে সোমবার রাত সোয়া একটার দিকে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমানভাবে বৃদ্ধি করা হয়। গুলশান থানা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন।
গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, নিরাপত্তা ঝুঁকির তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটসহ উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম জানান, নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষার জন্য দূতাবাস এলাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

















