প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ২:৪০:৪৬

স্টাফ রিপোর্টার:
জুলাই সনদের বাস্তবায়ন ও আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ও আশপাশের সড়কে সমবেত হয় দলগুলো। জামায়াতে ইসলামী পাকামার্কেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়, আর অন্যান্য দলগুলো নির্বাচন ভবনের সামনে পৃথকভাবে সমাবেশ করে।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তৃতা ও স্লোগানে মুখর থাকে এলাকা। বক্তারা নভেম্বরে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিতের দাবি জানান।
তারা সতর্ক করে বলেন, “গণভোটের দাবি অগ্রাহ্য হলে বর্তমান নির্বাচন কমিশনের পরিণতিও আগের নুরুল হুদা কমিশনের মতো হবে।”
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদ সাংবিধানিক ভিত্তি পেতে হলে নভেম্বরে গণভোট আয়োজন জরুরি। নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”
দলগুলোর দাবিগুলোর মধ্যে ছিল—
১️ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন,
২️ জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,
৩️ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা,
৪️ ‘ফ্যাসিস্ট সরকারের’ জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, এবং
৫️ ‘স্বৈরাচার-সমর্থিত’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশ শেষে আট দলের যৌথ প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে পৃথকভাবে স্মারকলিপি জমা দেয়।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।











