আলাউদ্দিন- ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সোহেলকে এক অনাড়ম্বর সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি ফেনী জেলা জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ ও সদস্যদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন।
সংগঠনের নেতারা বলেন, মোঃ সোহেল দীর্ঘদিন ধরে অনলাইনে বিএনপির পক্ষে কাজ করে আসছেন এবং এখন অফলাইন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন। জিয়া সাইবার ফোর্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন, যারা অনলাইনে তথ্যযুদ্ধ পরিচালনার পাশাপাশি মাঠ পর্যায়েও বিএনপিকে শক্তিশালী করতে কাজ করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি নূর নবী মেম্বার, সাধারণ সম্পাদক দাউদ ইসলাম, সদস্য এরশাদ বিন ফরহাজী, সোনাগাজী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক সদস্য সচিব আফসার হোসেন সুজন, এবং জেলার বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের ঐক্যই আগামী দিনের রাজনীতির ভিত্তি হবে। তারা সতর্ক করে বলেন, দেশবিরোধী চক্রের অপচেষ্টা রোধে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সক্রিয় থাকতে হবে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ সোহেল বলেন, “আগামী দিনে রাজনীতির বড় অংশ অনলাইনে গড়ে উঠবে। তাই অনলাইনে যারা সক্রিয়, তারা দেশপ্রেম ও সত্য প্রচারের মাধ্যমে বিএনপির বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শেষে মোঃ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ তার ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ