প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ১০:৩৭:৩৪

রাজধানীর পল্টন মডেল থানায় ফেসবুকে বিএনপি’র লোগো বিকৃত ও দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযোগকারী মো. আকাশ (২৫), সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ৬২ নং ওয়ার্ড। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট তার নজরে আসে।
অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম জনি নামের এক ফেসবুক ব্যবহারকারী বিএনপি’র অফিসিয়াল লোগো বিকৃত করে প্রকাশ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
অভিযোগকারী আকাশ বলেন, “একজন জাতীয়তাবাদী হিসেবে বিষয়টি আমার জন্য কষ্টদায়ক। এটি রাজনৈতিকভাবে বিএনপি ও আমাদের নেতাদের হেয় করার হীন চেষ্টা।”
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম জনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সক্রিয় সদস্য।
এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার মো. আবুল কালাম আজাদ অভিযোগটি নথিভুক্ত করেছেন। তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই সামিম হাসান।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















