খেলাধূলা

বাংলাদেশের নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেল

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১০:৫৩:৪৩

শেয়ার করুন

নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ী হওয়ার সম্ভাবনা সত্ত্বেও হেরে যায় বাংলাদেশ। ইনিংসের ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে রোমাঞ্চকর জয় পায় প্রোটিয়া নারীরা।

সোমবার ভিসাখাপত্তনমে অনুষ্ঠিত আসরের ১৪তম ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রান সংগ্রহ করে। তবে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়।

স্বর্ণা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ২৩২ রান করতে সক্ষম হয়, যেখানে তিনি মাত্র ৩৫ বলে ৫১ রান করেন, যার মধ্যে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। এটি বাংলাদেশের নারী দলের হয়ে ওডিআইতে দ্রুততম অর্ধশতক এবং এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশ ৫৭ রান সংগ্রহ করে, যেখানে স্বর্ণার পাশাপাশি রিতু মনির ৮ বলে ১৯ রানের কার্যকরী ইনিংসটি বড় ভূমিকা রাখে।

এর আগে শারমিন আক্তার (৭৭ বলে ৫০) এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪২ বলে ৩২) ইনিংসের ভিত্তি তৈরি করেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content