বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মাদানী এভিনিউ ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম খানকে সিটি স্ক্যান করা হয়েছে। বুধবার আরও কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অপারেশন করার কথা রয়েছে।
পরিবার ও দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের সুস্থতায় দোয়া চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ